Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সাব-রেজিস্ট্রারের কার্য্যালয়

 তিতাস সাব-রেজিস্ট্রী অফিস, তিতাস,কুমিল্লা, বাংলাদেশ।

সিটিজেন চার্টার

 

ক্রমিক নং

বিষয়

বিবরণ

উর্দ্ধতন কর্তৃপক্ষ

১।

প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা

সাব-রেজিস্ট্রী অফিস

তিতাস উপজেলা, কুমিল্লা

জেলা রেজিস্ট্রার, কুমিল্লা

২।

প্রতিষ্ঠান প্রধানের পদবী

সাব-রেজিস্ট্রার

জেলা রেজিস্ট্রার, কুমিল্লা

৩।

প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো

সাব-রেজিস্ট্রার (১ জন)

সহকারী (১ জন)

মোহরার (৩ জন)

পিয়ন (১ জন)

নৈশ প্রহরী ও ঝাড়ুদার (১ জন)

নকল নবীশ (১৬ জন)

জেলা রেজিস্ট্রার, কুমিল্লা


নাগরিকদের সেবার তালিকা

সিটিজেন চার্ট (Citizen Chart)

 

 

১।    স্থাবর অস্থাবর সম্পত্তির দলিল রেজিস্ট্রী করা হয়।

২।    দলিল রেজিস্ট্রার জন্য গ্রহণের পর বালামের নকল পূর্বক তাহা স্থায়ীভাবে সংরক্ষণ করা।

৩।   কোন দলিল হারাইয়া ধ্বংশ হইলে অথবা দলিলের লেখা অস্পষ্ট হইয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি/অন্য যে কোন ব্যক্তি তাহার প্রয়োজনে এখান হইতে দলিলের নকল সংগ্রহ করিতে পারিবেন।

৪।    প্রত্যাশিত ব্যক্তি বা সংস্থা তল্লাশীর মাধ্যমে হস্তান্তরিত দলিল সংক্রান্ত সকল তথ্য পাইতে পারেন।

৫।   প্রত্যাশিত ব্যক্তি বা সংস্থা তল্লাশী করিয়া এখান হইতে দলিল লিখক/তল্লাশকারীর মাধ্যমে এন.ই.সি পাইতে পারেন।

৬।   সাধারণত সকাল ১০.০০ ঘটিকা হইতে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত দলিল রেজিস্ট্রী গ্রহণ করা হয়।

৭।    যথাযথ রেকর্ড পত্রাদিসহ দলিল উপস্থাপন হলে ১০ মিনিটের মধ্যেই দলিল রেজিস্ট্রী কাজ সম্পন্ন হয়।

৮।   বিভিন্ন দলিলে প্রদেয় ফিসাদি, শুল্ক ও করের হার জানা জনগণের আইনগত অধিকার। এই অধিকার নিশ্চিত করণের জন্য নোটিশ বোর্ডে উম্মুক্তস্থানে ফিসাদিও তথ্য টানানো রয়েছে। তা দ্বারা জনগণ এই বিষয়ে যেন কোন তথ্য অফিস থেকে বা সাব-রেজিস্ট্রারের কাছ থেকে জেনে নিতে পারেন।

৯।   জনগণ কর্তৃক প্রদত্ত সকল প্রকার ফিসাদিও রশিদ তাৎক্ষণিক ভাবে প্রদান করা হয়।

১০।  যে কোন দলিলের নকল ২৪ ঘন্টার মধ্যে সরবরাহ করা হয়।

১১।  জমি হস্তান্তও আইন সম্পর্কে যে কোন তথ্য জনগণ সাব-রেজিস্ট্রারের কাছ থেকে জেনে নিতে পারেন।

 

 

 

 

 

           (মোঃইসমাইল হোসেন)

       সাব-রেজিস্ট্রার

                                                                                                            তিতাস সাব-রেজিস্ট্রী অফিস, কুমিল্লা।